Connect with us

খেলাধুলা

টিভিতে আজকের খেলার সূচি

Published

on

খেলা

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে আজ। এছাড়া অনূর্ধ্ব–১৯ নারী টি–২০ বিশ্বকাপের দুটি ম্যাচে ইংল্যান্ড–আয়ারল্যান্ড এবং বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। চলুন দেখে নেয়া যাক টিভিতে কী কী খেলা থাকছে আজ।

 

অনূর্ধ্ব–১৯ নারী টি–২০ বিশ্বকাপ

ইংল্যান্ড–আয়ারল্যান্ড

 

Advertisement

বেলা ২টা, র‍্যাবিটহোল, আইসিসি

 

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা

 

বিকেল ৫–৪৫ মি., র‍্যাবিটহোল, আইসিসি

Advertisement

 

অস্ট্রেলিয়ান ওপেন

৩য় রাউন্ড

 

ভোর ৬টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫

Advertisement

 

দ্বিতীয় ওয়ানডে

ভারত–নিউজিল্যান্ড

 

বেলা ২টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Advertisement

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

চট্টগ্রাম আবাহনী–বসুন্ধরা কিংস

 

বেলা ৩টা, বাফুফে ইউটিউব চ্যানেল

Advertisement

 

বিগ ব্যাশ লিগ

সিডনি সিক্সারস–সিডনি থান্ডার

 

বেলা ২–০৫ মি., সনি স্পোর্টস টেন ১

Advertisement

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুল–চেলসি

 

সন্ধ্যা ৬–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

Advertisement

 

লেস্টার সিটি–ব্রাইটন

 

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

Advertisement

ক্রিস্টাল প্যালেস–নিউক্যাসল

 

রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

স্প্যানিশ লা লিগা

Advertisement

আতলেতিকো মাদ্রিদ–ভায়াদোলিদ

 

রাত ১১–৩০ মি., র‍্যাবিটহোল

 

সেভিয়া–কাদিজ

Advertisement

 

রাত ২টা, র‍্যাবিটহোল

 

জার্মান বুন্দেসলিগা

ভল্‌ফসবুর্গ–ফ্রেইবুর্গ

Advertisement

 

রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

 

কোলন–ব্রেমেন

 

Advertisement

রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

 

ইন্টারন্যাশনাল লিগ টি–২০

আবুধাবি–এমআই আমিরাত

 

Advertisement

রাত ৮টা, টি স্পোর্টস

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

ফুটবল

লিগের শেষ ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই এমবাপ্পে

Published

on

মেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচ খেলবে পিএসজি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ আঁ বিদায় জানানোর কথা ছিলো কিলিয়ান এমবাপ্পের।

কিন্তু আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্যারিসের ক্লাবটির স্কোয়াডেই রাখা হয়নি তাকে।  ফলে তুলুজের বিপক্ষের ম্যাচটি ফরাসি তারকার শেষ ম্যাচ হয়ে থাকল। যে ম্যাচটি ৩-১ গোলে হারে পিএসজি।

Advertisement

পিএসজির হয়ে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে করেছেন ২৫৬ গোল।  ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার দলের সবশেষ ম্যাচে নিসের বিপক্ষেও খেলতে পারেননি। তখন জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এমবাপ্পে।

স্কোয়াড থেকে অবশ্য শুধু এমবাপ্পেই নন, বাদ পড়েছেন উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজও। আগামী শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলে। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচে এমবাপ্পেকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বিদায়ের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই অধিনায়ক

Published

on

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৭ রানে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস।  শেষ মুহূর্তে আসর থেকে বিদায়ে দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজুর রহমানের অভাবকে সামনে আনলেন।

গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর গায়কোয়াড় বলেন, ‘আমরা ফিজকে (মোস্তাফিজুর রহমান) মিস করেছি।’

আইপিএল ছাড়ার আগে চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। এই ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। চেন্নাই দলে এবারের আইপিএলে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন। ভারতীয় পেসার তুষার দেশপান্ডে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

বক্সিং ম্যাচ দেখতে গিয়ে দেখা নেইমার ও রোনালদোর

Published

on

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচ দেখতে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। আর সেখানে দেখা হয় ফুটবল বিশ্বের এই দুই জনপ্রিয় তারকার।

দুজনের মধ্যে সাক্ষাতের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পর্তুগিজ তারকা তার বড় ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এসেছিলেন বক্সিং ম্যাচটি দেখতে। আর নেইমার এসেছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে।

সাক্ষাতের পর দুজনই পর্তুগিজ ভাষায় কথা বলছিলেন। স্পষ্ট বুঝা না গেলেও, মনে হচ্ছিলো রোনালদো নেইমারের ইনজুরি সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন।

ইনজুরির কারণে গেলো বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। আগামী মৌসুমের শুরুতেই মাঠে ফেরার কথা এই ব্রাজিলিয়ান তারকার।

Advertisement

নেইমার ও রোনালদো এক সময় লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছেন। সেখানে অসংখ্যবার মাঠে মুখোমুখিও হয়েছেন তারা।

এখন দুজনে খেলছেন সৌদি লীগের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল ও আল নাসরে। তবে ইনজুরিতে থাকায় রোনালদোর আল নাসরের বিপক্ষে এখনো মাঠে নামা হয়নি আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version