দেশের জন্য রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‌্যাব ডিজি

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে।আমরা এগুলো প্রতিরোধে কাজ করছে। বললেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে দুপুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে। জঙ্গি সংগঠনগুলো এখন কোরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলাই করছে।

র‌্যাবপ্রধান আরও বলেন, নির্বাচনের বছরে আন্দোলন হবে, সরকারবিরোধী দল মাঠে থাকবে এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত থাক সেই দিকনির্দেশনা মোতাবেক কাজ করবো।

উল্লেখ্য, এর আগে তিনি এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র করেন।

সাহরি ও ইফতারের সময়সূচি
৬ রমজান | ১৭ মার্চ বুধবার

Recommended For You

About the Author: Abdullah Mamun

Leave a Reply Cancel reply

Exit mobile version