ঢাকায় গেল ছয়দিনে ২২১ ডেঙ্গু রোগী

মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই মানুষের মাঝে আরেক আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশা। রাজধানীতে এডিস মশার কামড়ে গেল ছয়দিনে ২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজ রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১৮৯ জন, আর বাকি ১ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন।

এডিস মশার কামড়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ৭২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৩৬ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুভ মাহফুজ

Recommended For You

Exit mobile version