নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট পড়েছে ১৫ থেকে ২৫ শতাংশ : সিইসি

বিএনপির ছেড়ে দেয়া ছয়টি আসনের উপ-নির্বাচনের সার্বিক দিক বিবেচনায় ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, ছয়টি আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে দুই-একটি স্থানে কিছু অনিয়ম হলেও সার্বিক দিক বিবেচনায় ভোট সুষ্ঠু হয়েছে। এই ছয় আসনে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছি। নিশ্চিত করে এখনো বলা যাবে না। এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে
সিইসি বলেন, এই ৬ আসনে ৪০ জন প্রার্থী ছিল। সবকটি আসনে ভোটার সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ভোটকেন্দ্র ৮৬৭ ইভিএমের মাধ্যমে ভোট হয়েছে।
তিনি বলেন, ভোট চলাকালীন স্থানীয় প্রশাসন থেকে সার্বক্ষণিক তথ্য নিয়েছি। এছাড়া টিভি চ্যানেলগুলোর ওপর সর্বক্ষণ দৃষ্টি রাখার পাশাপাশি অনলাইন পত্রিকাও বিশেষভাবে পাঠ করেছি।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version