Connect with us

ক্রিকেট

টি-টোয়েন্টির ইতিহাসে ম্যাচ জয়ে পাকিস্তানের সেঞ্চুরি

Published

on

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ম্যাচ জয়ের সেঞ্চুরি করলো পাকিস্তান। গতকাল সিরাজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে পরাজিত করে এ রেকর্ড গড়ে বাবর আজমের দল। সফররত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে পাকিস্তান সর্বোচ্চ সংখ্যক ৯৮ জয় নিয়ে অবস্থান করে। প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে জয়ের পর অপেক্ষা ছিল আরেকটি জয়ের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় সেটি দেরি হয়। পরে শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের ৪ উইকেটে পরাজিত করে এ রেকর্ড গড়ে পাকিস্তান। সেই সঙ্গে সিরিজও জিতে নেয় ২-১ এ।

রোববার রাতে টস জিতে ফিল্ডিং করে পাকিস্তান। পাকিস্তান বোলারদের সামনে আট ওভারে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ডেভিড মিলারের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৪ রানে থামে। জবাবে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে মিলারের অপরাজিত ৮৫* রান ও তাবারিজ শামসির ৪ উইকেট দুটোই বৃথা যায়।

সফরকারীদের দেয়া ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে এদিন ইনিংস ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আসেন হায়দার আলী। প্রথম পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে ৫১ রান যোগ করে এই জুটি। পরে ব্যক্তিগত ১৫ রানে তাবরিজ শামসির বলে বোল্ড হয়ে ফিরেন হায়দার। দলীয় ৭২ রানে একই বোলারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৩০ বলে ৫ চার আর ২ ছয়ে তার ব্যাট থেকে আসে ৪২ রান।

এরপর হুসাইন তালাতও দ্রুত ফিরে যান। পরে আসিফ আলীকে নিয়ে এগুতে থাকেন বাবর আজম। ৫ চার আর ১ ছয়ে ৩০ বলে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে প্রিটোরিয়াসের বলে বোল্ড আউট হন পাকিস্তান অধিনায়ক। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে হাসান আলী ও নওয়াজ আলীর অবিচ্ছেদ্য পার্টনারশিপে আর কোনো বিপদ না বাড়িয়ে সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১০ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা দ্বিতীয় উইকেট হারায় ২৪ রানে। প্রথমে রেজা হেনড্রিক্স এবং পরে স্মুটস, দুজনকেই ফেরান মোহাম্মদ নওয়াজ। এরপর জানেমান মালান এবং পিটে ভন কিছুটা প্রতিরোধ গড়লেও ৪১ থেকে ৪৮ রানেই নেই হয়ে যায় আরো ৪ উইকেট।

Advertisement

নিজের আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হেনরি ক্লাসেন এবং ওপেনার জানেমান মালানের উইকেট তুলে নেন অভিষিক্ত জাহিদ মাহমুদ। আর দুই রান পরেই অ্যান্ডিল ফেহলাকওয়াইওকে ফেরান আরেক লেগস্পিনার উসমান কাদির।

৮ ওভারে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর ডেভিড মিলার এবং ডুয়াইন প্রিটোরিয়াস ১৭ রানের জুটি গড়েন। ১১তম ওভারে আবারও আঘাত হানেন অভিষিক্ত জাহিদ মাহমুদ। দলীয় ৬৫ রানে এই লেগ স্পিনারের তৃতীয় শিকার হয়ে ফিরেন প্রিটোরিয়াস।

তবে অষ্টম উইকেটে ডেভিড মিলার ও ফরটুইনের পার্টনারশিপে শতরানের গন্ডি পার করে প্রোটিয়ারা। এ জুটিতে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করার পর ফরটুইন দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ১০ রানে আউট হন। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যায় ডেভিড মিলার। ৩১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করে মিলার শেষ পর্যন্ত ৪৫ বলে ৮৫* রানে অপরাজিত থাকেন। ৭ ছয় আর ৫ চারে তার অনবদ্য ইনিংস সাজিয়েছিলেন এই বামহাতি হার্ডহিটার ব্যাটসম্যান।

এএ

Advertisement

ক্রিকেট

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

Published

on

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে নিজ বাসায় অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ বিকেলের দিকে তাকে ঢাকায় আনা হয়।

গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, কয়েকদিন থেকেই মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন নাফিস। আজ ভোরে তিনি অসুস্থ বোধ করেন। এরপর চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে তাকে ভর্তি করানো হয়।

এরপর অবস্থা গুরুতর বুঝে তাকে ঢাকায় আনা হয়। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করানোর কথা।

জাতীয় দলের হয়ে ১১ টি টেস্ট এবং ১৬ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নাফিস। চোটের কারণে নাফিসের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। বেশ কিছুদিন থেকেই জাতীয় দলের বেশ কিছু দায়িত্বে আছেন নাফিস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আকরাম খান সম্পর্কে নাফিসের চাচা হন। এছাড়াও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি ঘোষণা

Published

on

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। শুধু বাংলাদেশ নয়, ২০২৪-২৫ মৌসুমের জন্য আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাওয়ালপিন্ডিতে আগস্টের ২১ তারিখ প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, করাচিতে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে ম্যাচ দুইটি।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সিরিজটির জন্য। তিনি জানিয়েছেন, পাকিস্তানে খেলা চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর।

পাকিস্তানের বিপক্ষে এখনো টেস্ট জয় আসেনি বাংলাদেশের। টাইগার দল মোট ১৩ টি টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। শুধু একটি মাত্র টেস্ট ড্র হয়েছিল ২০১৫ সালে, খুলনায়।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

জিম্বাবুয়ের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ

Published

on

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। সম্প্রতি দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাস্টিন স্যামন্স। আর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে থাকা স্টুয়ার্ট মাতসিকেনেরি এখন ফিল্ডিং কোচ হিসেবে জিম্বাবুয়ে পুরুষ দলে দায়িত্ব পালন করবেন।

সাবেক প্রোটিয়া বোলার ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ের। এরমধ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত কোচদের দেখা যাবে জিম্বাবুয়ে শিবিরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও উগান্ডা সুযোগ পেয়েছিল। যেখান থেকে বাদ পড়ে জিম্বাবুয়ে। সেসময় ডেভ হউটন জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব থেকে নিজেকে অব্যহতি দেন।

ল্যাঙ্গেভেল্ট ভারতে অনুষ্ঠিত হওয়া সবশেষ ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দলের দায়িত্বে ছিলেন। এছাড়াও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের হয়েও কাজ করেছেন তিনি। তিনি মোট ৮৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version