আর্কাইভ থেকে অপরাধ

পঞ্চগড়ে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড় পুলিশে কর্মরত ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে সদরের মোমিনপাড়া সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ। 

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকার মোমিন পাড়া থেকে তাকে ধরে নিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ওমর ফারুক, মোশারফ হোসেনসহ পঞ্চগড় পুলিশের ৩ সদস্য ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে কয়েকজন ভারতীয়র সঙ্গে তাদের তর্ক হলে দুই পুলিশ সদস্য ফিরে আসে। পরে ফারুককে আটক করে বিএসফ সদস্যরা। মোশারফ ভারতীয় নাগরিকদের সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান স্থানীয়রা।

ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. রুহুল আমিন জানান, আমরা এ ব্যাপারে স্থানীয়দের কাছে শুনেছি। তবে তিনি কেন ভারতীয় সীমান্তে গেছেন আমরা জানি না। আমরা বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, তিনি এখন জলপাইগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখন পতাকা বৈঠক বা চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে পুলিশের সাঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

এ সম্পর্কিত আরও পড়ুন