আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী মানুষের ঢল

লকডাউনের মধ্যে আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্টসসহ শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে।

আজ শনিবার সকালে সরজমিনে দেখা যায়, খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে তারা। এতে করে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

সড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, মির্জাপুর, গোড়াই এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঢাকামুখী হচ্ছেন। পায়ে হেঁটেও যেতে দেখা যাচ্ছে লোকজনদের। পুলিশের তেমন কোন তৎপরতা দেখা যায়নি সড়কটিতে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন