জাতীয়

হাদির কবরে শ্রদ্ধা জনাতে ঢল নেমেছে সাধারণ মানুষের

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে হাদির কবর প্রাঙ্গণে।

শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের নেতৃবৃন্দরাও বিশেষ করে গতকাল যারা হাদির জানাজায় অংশ নিতে পারেননি, তারাও আসছেন কবর জিয়ারত করতে। এছাড়া সেখানে এসেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শোকস্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, এমন নেতার প্রয়াণ যেন জাতির জীবনে আর না ঘটে। এছাড়া হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। 

এর আগে গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন