বিয়ের অনুষ্ঠানে শিশু ধর্ষণ!
পরিবারের সঙ্গে বরযাত্রী হয়ে এসেছিল ১২ বছর বয়সী এক শিশু। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। গেলো শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার আলিগড় জেলার একটি গ্রামে।
ভারতীয় সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরপ্রদেশের আগ্রার আলিগড় জেলার একটি গ্রামে শুক্রবার দিবাগত রাত ১টায় ব্যানকুয়েট হলের ভেতরই ধর্ষণের শিকার হয় সে। ওই ধর্ষককে এখনও শনাক্ত করা যায়নি এবং সে বর্তমানে পলাতক রয়েছে।
ফিরোজাবাদের বাসিন্দা ওই শিশু ধর্ষণের শিকার হওয়ার পর পুরো বিষয়টি তার পরিবারকে খুলে বলে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের উদ্বৃতি দিয়ে এসপি (শহর) কুলদীপ গুনাওয়াত গণমাধ্যমকে বলেছেন, শিশুটি তার পরিবারের সঙ্গে বরযাত্রী হয়ে বিয়ের অনুষ্ঠানে এসছিল। এছাড়া ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দু’টি টিম গঠন করা হয়েছে।