চট্টগ্রামে ইপিজেড বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের ইপিজেড এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত ব্যক্তির নাম বলে নওশের। তিনি বয়স্ক এবং অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ।
তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। তবে বস্তিবাসীর পক্ষ থেকে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শেখ সোহান