বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ৬১ হাজার কোটি টাকার মামলা
ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলায় উসকানি দেয়ার অভিযোগে এডিট করা ভিডিও প্রচারের কারণে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) বিবিসির বিরুদ্ধে এই মামলা করা হয়। ট্রাম্পের দাবি, বিবিসির ‘প্যানারোমা’ ডকুমেন্টারিতে এমনভাবে ভিডিও ক্লিপ সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হয়েছে হামলার নির্দেশ দাতা ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি পরে এ বিষয়ে ক্ষমা চেয়ে জানিয়েছিল, প্রতিবেদনে বিভ্রান্তিকর উপস্থাপন ছিল। এর জন্য আমরা দু:খ প্রকাশ করছি।
ট্রাম্পের অভিযোগ, ওই প্রতিবেদনের কারণে তার সম্মানহানি হয়েছে।
এসএইচ//