ক্ষমা চাইলেও ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি
ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার অভিযোগে দুঃখপ্রকাশ করেছে বিবিসি। কিন্তু ট্রাম্পের দাবি করা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্পের আইনজীবীরা তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা এবং ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিবিসিকে নোটিশ দিয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, ভুল সম্পাদনার কারণে ট্রাম্পের বক্তব্য ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। যা একটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছিল। তবে তারা স্পষ্ট করেছে, তথ্যচিত্রটি আর পুনঃপ্রচার করার পরিকল্পনা নেই।
এসএইচ//