আর্কাইভ থেকে বাংলাদেশ

মডেল পিয়াসা গ্রেপ্তার, বাসায় মিলল মদ-ইয়াবা

২০১৭ সালে মে মাসে রাজধানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আলোচিত আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। 

রোববার (১ আগস্ট) রাতে মডেল পিয়াসার বারিধারার ৯নং রোডের ৩নং বাসায় অভিযান চালিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিয়াসাকে প্রথমে আটক করে গোয়েন্দা পুলিশ। 

অভিযানকালে পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা (কত পিস জানা যায়নি), রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ, ফ্রিজে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া গেছে। এছাড়া পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

অভিযান শেষে গোয়েন্দা পুলিশের নারী সদস্যদের মাধ্যমে পিয়াসাকে একটি মাইক্রোবাসে তুলে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। 

রাতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আপাতত এতটুকুই বলতে পারছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

এদিকে, আরেক মডেলের খোঁজে রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার।

প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন