আর্কাইভ থেকে ক্রিকেট

কেপিএলে খেলতে গিবসকে বিসিসিআইর বাধা

পাকিস্তানে খেলতে যেতে বাধা দিচ্ছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিপক্ষে এমন গুরুতর অভিযোগ এনেছেন হার্শেল গিবস। শুধু তাই নয়, খেলতে গেলে পরবর্তীতে ভারতে ঢুকতে না দেবার হুমকি দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার।

৬ থেকে ১৭ অগস্ট পর্যন্ত হওয়ার কথা কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। স্বাধীন কাশ্মীরে (পাক অধিকৃত কাশ্মীর) হওয়ার কথা এই লিগ। সেখানে বহু সাবেক ক্রিকেটারের অংশ নেয়ার কথা ছিল। ওভারসিজ ওয়ারিওর্স নামক একটি দলের হয়ে খেলার কথা গিবসের। 

তবে রাজনৈতিক কারণে এই টুর্নামেন্টে বিদেশিদের অংশগ্রহণ ঠিকভাবে দেখছে না ভারত। সাবেক প্রোটিয়া ক্রিকেটারের দাবি, বিসিসিআই-এর চাপে খেলতে যেতে পারছেন না তিনি। গিবস টুইট করে লেখেন, 'বিসিসিআই-এর উচিত নয় রাজনৈতিক জটিলতার জন্য আমাকে কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলতে না দেওয়া। হুমকি পর্যন্ত দেয়া হয়েছে, যে ক্রিকেট সংক্রান্ত কোনও কাজের জন্য আমাকে ভারতে ঢুকতে দেয়া হবে না। এটা হাস্যকর।'

ইতোমধ্যেই মন্টি পানেসর, ম্যাট প্রায়র, ফিল মাস্টার্ড এবং ওয়েইস শাহের মতো ইংরেজ ক্রিকেটাররা সরে গিয়েছেন কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে। এছাড়া সরে দাঁড়িয়েছেন একজন লঙ্কান ক্রিকেটারও। কাশ্মীর লিগের মিডিয়া ম্যানেজার সাকিব আব্বাসির দাবি, ভারতের চাপেই এমন পরিস্থিতির সৃষ্টি। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিসিআই-এর এমন কাজকে ন্যাক্কারজনক উল্লেখ করে হুশিয়ারি দিয়েছে আইসিসির কাছে বিষয়টি তুলে ধরার। 

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি মনে করে বিভিন্ন ক্রিকেট বোর্ডকে তাদের অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের আটকানোর জন্য জোর করা এবং পরবর্তীতে ক্রিকেট সম্পর্কিত কোন কাজের জন্য ভারতের প্রবেশের অনুমতি না দেয়ার হুমকির মাধ্যমে খেলাটির সৌন্দর্য্য নষ্ট করেছে বিসিসিআই।’

‘বিসিসিআইয়ের এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। যা ভবিষ্যতের জন্য ভয়াবহ উদাহরণ তৈরি করছে। যা অগ্রাহ্য বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। পিসিবি এ বিষয়টি আইসিসি ফোরামে তুলবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।’- বিবৃতিতে যোগ করা হয়। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন