কিছু আইপি টিভির অনুমোদন দেয়া হবে: তথ্যমন্ত্রী
চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেয়া হবে। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আলাপকালে এ কথা জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। তবে, রেজিস্ট্রেশনের জন্য ইত্যোমধ্যে ছয়শ’র মতো আবেদন জমা পড়েছে। বলে তিনি জানান, অনুমোদনের পরও কোন আইপিটিভিই সংবাদ পরিবেশন করতে পারবে না।
কারখানা চালুর ঘোষণায় স্বাস্থ্যবিধি না মেনে তাড়াহুড়ো করে শ্রমিকরা ঢাকায় ফেরার ঘটনায় ড. হাছান মাহমুদ বলেন, গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন ছিল।
ঢাকার আশেপাশে বা ঢাকার শ্রমিকদের নিয়ে কারখানা চালু করবে, মালিকারা একথা রক্ষা করলে, এভাবে দৌড়ঝাঁপ করে শ্রমিকদের আসতে হতো না।