আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার

বিশ্বব্যাপী গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে সাত হাজারের বেশি মানুষ। একই সময়ে সংক্রমিত লিপিবদ্ধ হয়েছে চার লাখ ৬৮ হাজারের মতো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় প্রতিদিনের মৃত্যুর শীর্ষে এখন ইন্দোনেশিয়া। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৫৬৮ জন। এই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ২২ হাজার মানুষ। দেশটিতে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৬২ হাজার ৬শ জন। আর মারা গেছে ৯৭ হাজার ২৯১ জন।

সোমবার করোনায় মৃত্যুর দিক থেকে এরপরের অবস্থানেই ছিল রাশিয়া। এদিন দেশটিতে মারা গেছে ৭৮৫ জন।

এদিন তুলনামূলক মৃত্যুহার কম ছিল ব্রাজিলে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে মারা গেছে ৫শ’ জনের কাছাকাছি।

আবারও শনাক্ত বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রে। সোমবার বিশ্বে প্রতিদিনের সংক্রমণ শনাক্তের দিক থেকে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এদিন কোভিড পজেটিভ শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৩৬৯ জন। আর মারা গেছে ২১৩ জন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত শনাক্ত তিন কোটি ৫৮ লাখ ৯৬ হাজার। মোট মারা গেছে ছয় লাখ ২৯ হাজারের বেশি মানুষ।

ভারতেও আবার সংক্রমণ কিছুটা বাড়তির দিকে। সোমবার দেশটির ৩০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। একইদিনে মারা গেছে ৪২০ জন।

করোনাভাইরাস মহামারিতে মোট মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজারের বেশি। মোট আক্রান্ত ছাড়ালো ১৯ কোটি সাড়ে ৯৫ লাখ।

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১৯ কোটি ৯৫ লাখ। মোট মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন