আর্কাইভ থেকে ফুটবল

আজ শুরু হচ্ছে পেশাদার লিগ, শেষ হবে তো?

দীর্ঘ বিরতি শেষে ফিরছে পেশদার লিগ। আসলেই ফিরছে তো? শঙ্কার কারণ আছে। করোনার কারণে বেশ কবার ঘোষণা দিয়েও লিগ শুরু করতে পারেনি বাফুফে। 

কিন্তু যেই মহামারির জন্য এত অনিশ্চয়তা, সেখানে আসলেই কতটুকু সচেতন বাফুফে? ক্লাবগুলোই বা কতটুকু মানছে স্বাস্থ্যবিধি? কমলাপুর স্টেডিয়ামের এই দৃশ্যে অন্তত বোঝার উপায় নেই।

এই ভেন্যুতেই মঙ্গলবার শুরু হচ্ছে পেশাদার লিগের ম্যাচ। সেখানেই অনুশীলনে চট্টগ্রাম আবাহনী। হঠাৎ টার্ফে খেলা, ম্যাচের তফাৎ গড়ে দিতে পারে মাঠ।

ইনজুরি আর অসুস্থতায় একাধিক ফুটবলার পাচ্ছে না বন্দর নগরীর আকাশী-নীলরা।

এদিকে ঐতিহ্যবাহী আবাহনীর মাঠে শেষ সময়ে নিজেদের তৈরি করে নিচ্ছেন সৈয়দ গোলাম জিলানী শিষ্যরা। রহমতগঞ্জ ইনজুরিতে পাচ্ছেনা অধিনায়ক ও গোলরক্ষক রাসেক মাহমুদ লিটনকে। নিষেধাজ্ঞায় মিডফিল্ডার আরাফাত।

কোচ গোলাম জিলানীর চ্যালেঞ্জ ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখা। লিগ শুরু হচ্ছে, কিন্তু ফেডারেশনের দেয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে তো? 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন