আর্কাইভ থেকে ক্রিকেট

পেশোয়ার হয়ে পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব

পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। এক টু্ইটার বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে পেশোয়ার জালমিও। এছাড়াও পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, পেশোয়ার ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি পিক’ হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে ডাকা হয়েছে। পেশোয়ারের সঙ্গে আজ রাতেই যোগ দেওয়ার কথা তাঁর।

চলতি বিপিএলে দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন সাকিব। ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে  ৩৭৫ রান করে ব্যাটিংয়ে নিজের অন্যতম সেরা সময় কাটিয়েছেন। তবে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে সাকিবের দল ফরচুন বরিশাল বাদ পড়ে। এরপরই পিএসএল খেলতে যাচ্ছেন তিনি।

এখনো পর্যন্ত পিএসএলে দুটি আসরে খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবশেষ পেশোয়ারের হয়েই খেলেছিলেন ২০১৭ সালে। তার আগে করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন