আর্কাইভ থেকে দেশজুড়ে

স্বাভাবিক জীবনে ফিরতে ৯৯৯-এ এক যুবকের ফোন

নিজেকে জঙ্গি দাবি করে আত্মসমর্পণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এক যুবক। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন। তবে তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে খুন হতে পারেন বলে ভয় পাচ্ছিলেন। তার ফোন পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরখান থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর তথাকথিত হিজরতের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঘর ছেড়েছিলেন এক যুবক। টাকা-পয়সা চুরি করে তিনি ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দিয়েছিলেন। এরপর ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।

একপর্যায়ে তিনি নিজের ভুল বুঝতে পেরে পালিয়ে যান। পরে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির কাছে আশ্রয় নেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন। তবে তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে খুন হতে পারেন বলে ভয় পাচ্ছিলেন। তিনি আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এ উদ্দেশ্যে তিনি আজ (মঙ্গলবার) দুপুর পৌনে বারোটায় ৯৯৯-এ ফোন করেন।

কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।

সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়। তারা ২৬ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। উত্তরখান থানার ওসি ৯৯৯-কে এ তথ্য জানিয়েছেন।

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন