আর্কাইভ থেকে ফুটবল

মেসির অনুপ্রেরণায় ২০২৬ বিশ্বকাপ খেলবেন নেইমারের!

গেল ফিফা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুঃখজনক ভাবে হেরে ব্রাজিল ছিটকে যায়। এরপর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন দলটির মধ্যমণি নেইমার। বিশ্বকাপ শুরু আগে নেইমার ঘোষণা দিয়েছিলেন এইটাই তার শেষ বিশ্বকাপ। তবে এবার, ২০২৬ বিশ্বকাপ খেলারও ইঙ্গিত দিলেন ৩১ বছর বয়সী এই তারকা।

টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন বছরের পর বছর তিনি এগিয়ে যেতে চান। নেইমারের একটা বড় স্বপ্ন আছে, আর সেটি হল বিশ্বকাপ জয় করা।

তিনি বলেন, ‘বছরের পর বছর আমি এগিয়ে যেতে চাই। অবশ্যই আমার অনেক বড় স্বপ্ন আছে, আর সেটা হলো বিশ্বকাপ জয়।’

নেইমারের এমন কথার পর বুঝাই যাচ্ছে তিনি ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আর এই অনুপ্রেরণা নেইমার পেয়েছেন ক্লাব সতীর্থ আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির কাছ থেকে। ২০২৬ বিশ্বকাপে  সাম্বা বয় নেইমারের বয়স হবে ৩৫ বছর। আর এই ৩৫ বছর বয়সেই বিশ্বকাপ জেতেন মেসি।

এ বিষয়ে নেইমার বলেন, ‘মেসি সবসময়ই একজন অনুপ্রেরণা। আমাকে সবসময় সে সাহায্য করেছে এবং উৎসাহিত করেছে। তাকে ৩৫ বছর বয়সে জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবি।’

আরও পড়ুনঃ ড্রেসিংরুমের দ্বন্দ্ব নেইমার কাছে প্রেমিকার সম্পর্কের মতো

 

এ সম্পর্কিত আরও পড়ুন