২০২৬ সালের জন্য বাজেট অনুমোদন করল ন্যাটো
২০২৬ সালের জন্য ন্যাটো তাদের সাধারণ তহবিলের বাজেট চূড়ান্ত করেছে। জোটের সামরিক প্রস্তুতি ও সক্ষমতা জোরদার করতে মোট প্রায় ৩০০ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেটের মধ্যে সিভিল খাতে ৫২৮.২ মিলিয়ন ইউরো এবং সামরিক খাতে ২.৪২ বিলিয়ন ইউরো রাখা হয়েছে।
ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, এই অর্থ জোটের সামরিক অভিযোজন, সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসংশ্লিষ্টতা বৃদ্ধি এবং সঙ্কট প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সহায়তা করবে।
এছাড়া তহবিল ব্যবহার করা হবে ন্যাটো কমান্ড স্ট্রাকচার, প্রশিক্ষণ ও মহড়া, বিভিন্ন অপারেশন ও মিশন এবং অংশীদার দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে।
এসএইচ//