আফগান যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের কটূক্তি
আফগান যুদ্ধে ন্যাটোর সদস্যদেশগুলোর সেনারা সম্মুখযুদ্ধে না থেকে নিরাপদ দূরত্বে ছিল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এমন মন্তব্য ‘অপমানজনক ও ভয়ানক’ বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, আফগানিস্তানে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর ৪৫৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। অনেক সেনা স্থায়ীভাবে আহত হয়েছেন। ট্রাম্পের এমন মন্তব্য স্বজনহারাদের জন্য কষ্টের।
অন্যদিকে, ট্রাম্পের পক্ষ নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এএফপিকে বলেছেন, ‘ট্রাম্প সঠিক কথা বলেছেন’।
এসএইচ//