রাজনীতি

বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, সব কিছু প্রকাশ করে দেবো: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “সাধু সাবধান, আমাদের বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না। তাহলে ভেতরের সব কিছু প্রকাশ করে দেবো।” 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, “আমরা কারো বিরুদ্ধে লাগা-লাগি বা খোঁচাখুঁচি পছন্দ করি না। কিন্তু আমাদের খোঁচা দিলে খোঁচা ফেরত দেওয়া আমাদের উপর ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে বাধ্য করবেন না।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো জাতিকে বিভক্ত করতে চায় না, বরং ঐক্যবদ্ধ জাতি গড়ে সামনে এগিয়ে নিতে চায়। এ লক্ষ্যেই তারা তিনটি শর্ত সামনে রেখেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এলে প্রথমেই শিক্ষাখাতে নজর দেবো। সিরাজগঞ্জ শিক্ষা থেকে বঞ্চিত। এখানকার মানুষকে আর অধিকার দাবি করতে হবে না—তাদের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, এসব পরিবর্তন বাস্তবায়নে সংস্কার প্রয়োজন, আর সে কারণেই গণভোট জরুরি। তিনি বলেন, “এই গণভোটে হ্যাঁ মানেই শরিফ ওসমান হাদির বিচার নিশ্চিত হবে।”

গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, “হ্যাঁ ভোট মানে ১৪ শতাধিক শহীদকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা। হ্যাঁ মানে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায় গ্রহণ করা। হ্যাঁ মানে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে না দেওয়া। হ্যাঁ মানে আধিপত্যবাদী দালালদের জনগণ লাল কার্ড দেখাবে।”

জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন