আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো

যুক্তরাষ্ট্রের একাধিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। মেক্সিকোর অভিযোগের তালিকায় আছে স্মিথ এন্ড ওয়েসন, ব্যারেট ফায়ার আর্মস, স্টার্মসহ শীর্ষ অস্ত্র নির্মাতারা। গতকাল বুধবার বোস্টনের আদালতে দায়ের করা মামলায় এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মেক্সিকো সরকারের অভিযোগ, মার্কিন প্রশাসনের আগ্নেয়াস্ত্র ক্রয় ও বহন সংক্রান্ত ঢিলেঢালা নীতির কারণে মেক্সিকোয় অবৈধভাবে অস্ত্রপাচার হয়। যা মূলত মাদক চোরাকারবারীদের হাতে যায়। এসব অস্ত্র গ্যাং সহিংসতায় হাজারো মানুষের মৃত্যুর কারণ হচ্ছে।

মামলায় উল্লেখ করা হয়, প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে পাঁচ লাখ অস্ত্র পাচার হয়। এগুলোর প্রায় সাড়ে তিন লাখই অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করে। যদিও এ বিষয়ে এখনও কোনো ধরনের মন্তব্য করেনি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

বহু বছর ধরেই গ্যাং সহিংসতার পেছনে মার্কিন অস্ত্র শিল্পকে দায়ী করছে মেক্সিকোর রাজনীতিবিদরা। এ বিষয়ে এবারই বড় কোনো পদক্ষেপ নেওয়া হলো।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন