আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে উঁচুতে রাস্তা বানালো ভারত

বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে রাস্তা বানিয়েছে ভারত। লাদাখে ১৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় রাস্তাটি তৈরি করেছে দেশটি। রাস্তার উচ্চতা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি। এই রাস্তা তৈরি করেছে দেশটির বর্ডার রোডস অর্গানাইজেশন। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত কোনো রাস্তা বলে দাবি করেছে সংস্থাটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ভারত সরকার জানায়, উমলিংলা পাসে তৈরি এই রাস্তা বলিভিয়ার ১৮ হাজার ৯৫৩ ফুট উঁচুতে তৈরি সর্বোচ্চ রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে। রাস্তাটির মাধ্যমে লাদাখের প্রত্যন্ত এলাকার সঙ্গেও এবার যোগাযোগ তৈরি হলো। ফলে লাদাখে পর্যটন শিল্পের অনেক উন্নতি হবে।

নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৭ হাজার ৫৯৮ ফুট। আর তিব্বতে এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৬ হাজার ৯০০ ফুট। সেই অনুযায়ী এভারেস্টে ওঠার দুটি বেস ক্যাম্পের চেয়েও বেশি এই রাস্তার উচ্চতা।

বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, এই রাস্তা তৈরি করতে বর্ডার রোডস অর্গানাইজেশনকে বেশ বেগ পোহাতে হয়েছে। শীতে লাদাখ এলাকায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ কম থাকে অক্সিজেনের পরিমাণও। বর্ডার রোডস অর্গানাইজেশনের পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করেছে সরকার।

পূর্ব লাদাখের চুমার সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ শহর লেহ ও অন্যান্য স্থানের সঙ্গে এবার যোগাযোগ স্থাপিত হবে। ফলে পুরো এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছে ভারত সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন