‘সুষম প্রেমের বণ্টন’ চেয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে তরুণ-তরুণী, শিশু, কিশোরসহ সব বয়সের মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নগরীর ব্যস্ততম সড়কে নানা বয়সের মানুষকে হলুদ, লাল, নীল বা সাদা রঙের পোশাক পরে রিকশায় করে ঘুরতে দেখা গেছে।
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ করেছে ‘প্রেম বঞ্চিত সংঘ’। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আম বাগান থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এসময় তারা স্লোগান দেন, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। সুষম প্রেমের বণ্টন চাই। যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে আড়ালে। এতে প্রেম বঞ্চিত সংঘের বেশ কয়েকজন নারী সদস্যসহ শতাধিক সদস্য অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি রোকেয়া হলের সামনে গিয়ে এক মিনিট নীরবতা পালন করে।
পরে বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে গিয়ে গণস্বাক্ষর ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।