আর্কাইভ থেকে ক্রিকেট

রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ ম্যাশদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যাশের সিলেট স্ট্রাইকার্স বনাম নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেই নাজমুল শান্তর অশান্ত ব্যাট শাসন শুরু করে রংপুরের বোলারদের। পাওয়ার প্লে শেষে সিলেটের সংগ্রহ শুন্য উইকেটে ৪৪ রান।

কিন্তু নবম ওভারের পঞ্চম বল মেহেদির ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়ে ৩০ বলে ৪০ করে থেমে যায় শান্তর রান। দলের হাল ধরতে ওয়ান-ডাউনেই ব্যাটিংয়ে নামেন কাপ্তান ম্যাশ, প্রথম বলেই হাঁকান বিশাল ছয়। নিজের দ্বিতীয় বলেই আবার আকাশে তোলেন বল, কিন্তু নাগাল পেয়েও তা ফেলে দেন লঙ্কান ক্রিকেটারে দানুশ শাকানা।

সেই ওভারেই হাসান মাহমুদের আঘাত, ২৫ বলে ২৫ করে ফিরে যান আরেক ওপেনার তৌহিদ হৃদয়। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি জাকির হাসান, ১৩ বলে ১৬ করেই তিনি ফিরে যান।

মাশরাফি থাকতে আজ নেই যেন ভয়, বার্লকে নিয়ে যেন নিশ্চিত করবেন জয়। কিন্তু ঝড় তোলার চেষ্টা করেও ব্যর্থ বার্ল, শানাকার বলে ৬ বলে ১৫ করেই ফিরে যান। বারলের বিদায়ের পর ক্রিজে টিকতে পারলেন না কাপ্তান ম্যাশ। ব্রাভোর বলে নিকোলাস পুরানের তালুবন্ধি হন। এদিন ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম, মাত্র ৬ রান করেই হাসান মাহমুদের শিকার হন। শেষ সময় এসে জর্জ লিন্ডে ও থিসারা পেরেরার ব্যাটে ১৭৮ রান সংগ্রহ করে সিলেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন