এক দম্পতির বিরুদ্ধে যৌন নির্যাতনে অভিযোগ আনলেন যুবক
এক দম্পতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ৩৩ বছর বয়সী এক শিক্ষার্থী। এক বছর ধরে তার ওপর নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় শনিবার (১১ ফেব্রুয়ারি) এজাহার দায়ের করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পোয়াই।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২১ সালে এলজিবিটিকিউআইএ+ কমিউনিটির একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে যুবকের পরিচয় হয়।
ভুক্তভোগী অভিযোগে আরও বলা হয়েছে, তার পাসপোর্ট জব্দ করে রাখে ওই দম্পতি। এছাড়া তার গুরুত্বপূর্ণ কাগজও জব্দ করে তারা, যাতে তিনি কারও কাছে অভিযোগ করতে না পারেন। এ ঘটনায় পুলিশ হত্যাচেষ্টা মামলাসহ, অস্বাভাবিক অপরাধ, কালো জাদু বিরোধী আইনে মামলা দায়ের করেছে।
গত বছরের ২৫ অক্টোবর ওই লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবক। এরপর তদন্ত করে পুলিশ। ভুক্তভোগী যুবক অভিযোগ তার ওপর কালো জাদু করেছিল ওই দম্পতি। তার হাত হাত ও ঘাড় বেঁধে রেখে মোমবাতি গলিয়ে দিতেন তারা।