সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ‘অপারেশন হক-আই’ নামে নতুন অভিযান শুরু করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইএসের যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। শুক্রবারই এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান, অ্যাপাচে হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
গত সপ্তাহে পালমিরায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এ অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিরিয়ায় মার্কিন বাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপে দেশটির সরকার পূর্ণ সমর্থন দিয়েছে।
এসএইচ//