সিরিয়ায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা
সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে চার দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সিরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঘোষিত যুদ্ধবিরতি চার দিন বহাল থাকবে। এটি সরকার ও এসডিএফের মধ্যে হওয়া সমঝোতার অংশ। জাতীয় পর্যায়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সফল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার জনগণের সব অংশের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে সেনাবাহিনী প্রতিরক্ষামূলক ভূমিকা অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও জানানো হয়েছে।
চার দিনের এই যুদ্ধবিরতিকে সিরিয়ার উত্তপ্ত পরিস্থিতি প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমএ//