আন্তর্জাতিক

ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ যান্ত্রিক ত্রুটির কবলে

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান ওয়াশিংটন ডিসি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফিরে এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানে একটি ছোট বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড্ডয়ন বাতিল করা হয়েছে।

ট্রাম্প সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের জন্য বোয়িং ৭৪৭ মডেলের বিমানটি ব্যবহার করেছিলেন। বিমানে থাকা এক সাংবাদিকের বরাতে জানা গেছে, উড্ডয়ের সঙ্গে সঙ্গে প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়।

পরবর্তীতে ট্রাম্পকে ছোট আকারের বোয়িং ৭৫৭ বিমানে করে সফর পুনরায় শুরু করা হয়। এই বিমানটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার মধ্যরাতের কিছুক্ষণের মধ্যে উড্ডয়ন করে।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত দুইটি এয়ার ফোর্স ওয়ান বিমান প্রায় চার দশক ধরে ব্যবহৃত হচ্ছে। নতুন বিমান তৈরির কাজ চলছে বোয়িংয়ের মাধ্যমে, তবে প্রকল্পটি নানা জটিলতার কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন