আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

রিপাবলিকান নেতা ম্যাককনেলের ওপর ক্ষেপেছেন ট্রাম্প

এবার রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককনেলের ওপর ক্ষেপেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব ছাড়ার প্রায় এক মাস পর মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাককনেল সম্পর্কে নানা অশালীন মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে ম্যাককনলকে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। তিনি তাকে একগুয়ে, জঘন্য এবং স্বার্থপর রাজনীতিক বলেন। এছাড়া তার মধ্যে ব্যক্তিত্ব, প্রজ্ঞা, দক্ষতা ও রাজনৈতিক অন্তর্দৃষ্টির অভাব রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেছেন, ম্যাককনল সঙ্গে থাকলে আর কখনোই ক্ষমতায় যেতে পারবে না রিপাবলিকানরা।

এর আগে গেল সপ্তাহে অভিশংসন শুনানিতে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছিলেন সিনিয়র রিপাবলিকান নেতা ম্যাককনেল। ক্যাপিটল হিলে হামলার পেছনে ট্রাম্পকে দায়ী মনে করেন তিনি। তবে ক্ষমতায় না থাকায় ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করেন মিচ ম্যাককনেল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন