আর্কাইভ থেকে এশিয়া

আফগান শরণার্থীদের জন্য পাকিস্তানকে সীমান্ত খোলা রাখার আহ্বান

আফগানিস্তান থেকে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সেনা প্রত্যাহার শুরুর পর থেকে দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতা বেড়েছে। সংঘাত থেকে নিজেদের জীবন বাঁচাতে পাকিস্তান সীমান্তে জড়ো হচ্ছে আফগান শরণার্থীরা। এ পরিস্থিতিতে শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের উদ্বৃতি দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র চাইছে আফগান শরণার্থীদের জন্য যেন সীমান্ত খোলা রাখে পাকিস্তান।

আফগানদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শরণার্থী ভর্তি কর্মসূচিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, সীমান্ত খোলা রাখা পাকিস্তানের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১৯৭৯ সাল থেকে কয়েক মিলিয়ন আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। এদের মধ্যে বর্তমানে অন্তত ত্রিশ লাখের বেশি আফগান দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে, আরও আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো অতটা শক্তিশালী নয় পাকিস্তানের অর্থনীতি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন