আর্কাইভ থেকে করোনা ভাইরাস

চলতি বছর বিশ্বকে টিকার ২শ’ কোটি ডোজ দেবে চীন: জিনপিং

করোনাভাইরাস মোকাবেলার জন্য চলতি বছরের শেষ নাগাদ বিশ্বকে কোভিড টিকার ২শ’ কোটি ডোজ সরবরাহ করবে চীন। একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনা গণমাধ্যমগুলো জানায়, কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি আরো বলেছেন, কোভ্যাক্স গ্লোবাল টিকা তৈরি ও বিতরণের জন্য ১০ কোটি ডলার অনুদান দেবে চীন।

গতকাল বৃহস্পতিবার ফোরামের বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এখন পর্যন্ত করোনা মোকাবেলার জন্য কোভিড টিকার ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে চীন।

ইতোমধ্যে বিশ্বের ২০টি দেশের সঙ্গে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং এ তথ্য জানিয়েছেন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন