দেশজুড়ে

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হলে সাধারণ মানুষই জবাব দেবে : টুকু

মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ইতিহাস বিকৃতি কিংবা অবমাননার চেষ্টা হলে সাধারণ মানুষই তার জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালির আগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়। এটি ছিল এ দেশের সাধারণ মানুষের সম্মিলিত লড়াই। এই যুদ্ধে কৃষক, জেলে, শ্রমিক, কামার-কুমারসহ সমাজের সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে অংশ নিয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের কিংবা মুক্তিযোদ্ধাদের অকারণে উস্কানি দেবেন না। মুক্তিযোদ্ধারা বয়সের ভারে নুয়ে পড়লেও তাদের সন্তানরা আজও আছে। প্রয়োজন হলে তারাও দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসবে।

ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার প্রবণতার সমালোচনা করে টুকু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় নেইএই বাস্তবতা কাউকে মুক্তিযুদ্ধ নিয়ে তামাশা করার সুযোগ দেয় না।

তিনি জোর দিয়ে বলেন, শহীদের রক্ত আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঙ্গে কোনো ধরনের খুচরা রাজনীতি চলতে দেওয়া হবে না।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালিটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

র‍্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের সভাপতি আলামিন খান, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন