দেশজুড়ে

ক্ষমতায় গেলে দেশ মাদকমুক্ত করবো : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ক্ষমতার পরিবর্তন হলে দেশে শুরু হবে মাদকবিরোধী অভিযান, আর সিরাজগঞ্জ হবে সেই উদ্যোগের প্রথম মডেল।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে  সিরাজগঞ্জের মাহমুদপুর মাঠে যুগান্তর সংসদ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশকে মাদকমুক্ত করবো। বিশেষ করে সিরাজগঞ্জের মাহমুদপুরকে মাদকের ছোবল থেকে পুরোপুরি মুক্ত করা হবে। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, নির্বাচনের আগেই সাবধান হয়ে যান।

গত সরকারের আমলে রাজনৈতিক হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আমি সিরাজগঞ্জে এলেই বাধা সৃষ্টি করা হতো। বাড়ি থেকেও বের হতে দেয়া হয়নি আমাকে। সময় বদলে গেছে, এখন সবাইকেই বদলাতে হবে।

তরুণ সমাজকে সৎপথে রাখার জন্য খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সুস্থ প্রজন্ম গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন