আর্কাইভ থেকে ফুটবল

নেইমারকে চায় প্রিমিয়ার লিগের ৪ ক্লাব

মাঠের পারফরম্যান্সে সময়টা একদম ভালো যাচ্ছে না পিএসজির। বিশ্বের অন্যতমসেরা ফরোয়ার্ড লাইন থাকার পরও মাঠে যথাযথ ফল পাচ্ছে না প্যারিসিয়ানরা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে জুনে দলবদলে পিএসজি ছাড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

নেইমার ছাড়তে পারেন পিএসজি, এমন গুঞ্জনের উঠার পরেই নামিদামি কিছু ক্লাব তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে ৪টি ক্লাব রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের।

জনপ্রিয় সংবাদ মাধ্যাম গোলডটকম এক প্রতিবেদনে জানায়, ক্লাব ছাড়ার গুঞ্জনে নেইমারকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সাথে নেইমারের চুক্তি থাকলেও চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন এই তারকা ফুটবলার। এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল সবচেয়ে এগিয়ে আছে তাকে দলে ভেড়াতে।

চেলসির মালিক টড বোয়েলি নেইমারকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতোমধ্যেই পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠক করেছেন দুজন। জুনে দলবদলে চেলসির লক্ষ্য ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারক দলে ভেড়ানো।

এ সম্পর্কিত আরও পড়ুন