আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় 

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে আসরের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হলো টাইগ্রেসদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস।

পাহাড় সমান রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে এক চার ও এক ছক্কার মারে ওপেনার শামীমা সুলতানা আশা দেখালেও তৃতীয় ওভার থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। ১১ বলে ১৪ রান করে ফিরে যান শামীমা। পর পর বিদায় নেন সোবানা মোস্তারি (৪) ও নিগার সুলতানা জ্যোতি (৮)। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। মুরশিদা খাতুনের ৩০ ও স্বর্ণা আক্তারের ৩১ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

এর আগে কেপ টাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই নিউজিল্যান্ড সংগ্রহ করে ৭১ রান। এরপর দলীয় ১০৭ রানের মাথায় পর পর দুই উইকেট হারালেও শেষ সময়ে সুজি বেটসের (৮১) রানের ঝড়ে পাহাড় সমান রানের লক্ষ্যের সামনে পড়ে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের হয়ে ফাহিমা নেন সর্বোচ্চ ২ উইকেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন