অপুর খোঁচার বিপরীতে ক্ষোভে হুশিয়ারি দিলেন বুবলী
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী যেন নিয়ম মাফিক চলছেন। কিছু দিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন, ঝাঁজালো জবাবে গরম করছেন সামাজিক যোগাযোগমাধ্যম। এবার সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপুর মতো কৌশলী হয়ে হুঁশিয়ারি দিলেন অপর সাবেক স্ত্রী বুবলী।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নাম উল্লেখ না করে এক ফেসবুক পোস্টে অভিনেত্রী বুবলী হুশিয়ারি দেন। তার ব্যক্তিজীবন নিয়ে কেউ বেফাঁস মন্তব্য করলে তিনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
একটি গণমাধ্যমে বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেছেন, উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছেন। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলবো না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করবো না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবো।’
অন্যদিকে পারিবারিক শিক্ষার বিষয়ে অপুর মন্তব্য, আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’
অপুর এমন বক্তব্যের পর চুপ থাকতে পারলেন না বুবলীও। রীতিমতো বিস্ফোরিত হলেন তিনি। সোশাল হ্যান্ডেলে দীর্ঘ স্ট্যাটাসে বলেছেন অনেক কথা। যদিও কারও নাম উল্লেখ করেননি। তবে দুইয়ে দুইয়ে চার মেলাতে কারও বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না।