আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ২১ জনের মৃত্যু, বিদ্যুৎবিহীন কয়েক লাখ মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল তুষারঝড় বয়ে গেছে টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। তুষারঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে এ অঞ্চলের সব কিছু। বিদ্যুৎসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। খবর দ্য গার্ডিয়ানের। 

দেশটিতে তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দারা। এ অঙ্গরাজ্যটির অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  আরিজোনা অঙ্গরাজ্যেও অন্তত আড়াই লাখ মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। অন্যান্য স্থানেও আরও আড়াই লাখ মানুষ অন্ধকারে বাস করছে।

মঙ্গলবার দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, দেশটির ৭৩ শতাংশেরও বেশি এলাকা তুষারের নিচে ঢাকা পড়েছে এবং ১৫ কোটিরও বেশি লোক শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে আছেন।

টেনেসি, কেনটাকি ও লুইজিয়ানা রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে টেক্সাসে।    

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের পরিস্থিতি সামাল দিতে এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।  বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আবার চালু করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা কাজ করছেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন