এমবাপ্পের কড়া মন্তব্যের পর নেইমারের পাশে পিএসজি কোচ
নেইমারকে নিয়ে এমবাপ্পের সমস্যার যেন শেষ নেই। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে হারের পর নেইমারকে কটাক্ষ করে কথা বলেন এই ফরাসি তারকা। সম্প্রতি নেইমারের লাইফস্টাইল নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। ফলে দুজনের মধ্যে সৃষ্টি হয়েছে রেষারেষির। বিষয়টি শান্ত করার চেষ্টা করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারে প্যারিসিয়ানরা। সেই হারের পর পকার খেলায় মাতেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এছাড়া ম্যাকডোনাল্ডসের এক রেস্তোরাঁয় গিয়ে পার্টি করে সময় কাটান তিনি।
নেইমারের এমন জীবনাচরণ নিয়ে প্রশ্ন তোলেন এমবাপ্পে। বায়ার্নের সঙ্গে নিজেদের ফিরতি লেগে জিততে মরিয়া এমবাপ্পে নেইমারকে ইঙ্গিত করে সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করার কথা বলেন।
এমবাপ্পে বলেন, আমাদেরকে দ্বিতীয় লেগে জিততে ও কোয়ালিফাই করতে হবে। এজন্য সবাইকে ভালো ভাবে খাওয়া দাওয়া হবে। সময় মতো ঘুমাতে হবে। আগামী কিছু দিন কোনোভাবেই এলোমেলোভাবে জীবনযাপন করা যাবে না।
এমবাপ্পের এমন মন্ত্যবের পর পিএসজি কোচ গালতিয়ের নেইমারের পক্ষ নিয়ে কথা বললেন। তিনি বলেন, নেইমারের ফাস্ট-ফুড রেস্তোরাঁয় যাওয়া নিয়ে এমবাপ্পে যে মন্তব্য করেছে, সেটিকে আমি সমর্থন করি না। ইতোমধ্যে আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। ছুটির দিনে তার পকার খেলার অধিকার আছে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কিছু নেই।