কাজ দেয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ভারতের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিতা আয়ার কাজ করেন। তাকে কাজ দেয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবক ‘কাজ আছে’ বলে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। তিনি বাড়ির বাইরে আসার পরে মুখে হাত চাপা দিয়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শনিবার সকালে ঘটে। ওই সময় রাস্তাঘাট ফাঁকা ছিল। তার উপর কুয়াশার কারণে স্থানীয় কেউ দেখতে পাননি অভিযুক্তকে। সকালেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এরপর অভিযুক্তকে গড়িয়া স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে শনিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে বলে খবর।
এ নিয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আজই (শনিবার) বারুইপুর আদালতে তোলা হবে।’