আর্কাইভ থেকে ফুটবল

চিলির বিপক্ষে বড় জয় পেল আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা নারী ফুটবল দল উড়িয়ে দিয়েছে চিলি নারী ফুটবল দলকে। প্রতিপক্ষের রক্ষণে আক্রমনের বন্যা বইয়ে দেয় তারা। ৪-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তারা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের নর্থ হার্বার স্টেডিয়ামে চিলি নারী ফুটবল দলের মুখোমুখি হয় আর্জেন্টাইন নারীরা। চিলির রক্ষণে আক্রমণের পশরা সাজিয়েও গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। এরপর আর আর্জেন্টিনাকে আটকানোর ক্ষমতা রাখেনি চিলি। ম্যাচের ৪০তম মিনিটে আল দানা কোমেট্টির অ্যাসিস্ট থেকে স্টাবিলের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। একমাত্র গোলেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে খেলার শুরুতেই দ্বিতীয় গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ৪৯তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন মারিয়ানা লারুকুইটি।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জুলিয়েট মিকায়েলা ক্রুজ নাভারেত্তের অ্যাসিস্ট থেকে ফ্লোরেন্সিয়া বনসিগুন্দো গোলের হালি পূর্ণ করেন।

উল্লেখ্য আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টায় আর্জেন্টিনা তাদের পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন