জাতীয় দলের জন্য পিএসএলকে 'না' তাসকিনের
টাইগার্সদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় দল। চলতি মাসের ২৪ তারিখ বাংলাদেশে পা রাখার কথা রয়েছে তাদের।
ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা চিন্তা করে পিএসএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষদিকে চোটে পড়েন তাসকিন। যার কারণে শেষের একটি ম্যাচে নামেনি মাঠে। এরপর সৌদি আরবে গিয়ে ওমরাহ করে দেশে ফিরে শুরু করেছেন অনুশীলন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, 'যেহেতু গুরুত্বপূর্ণ একটি সিরিজ। কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল, ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।'