আর্কাইভ থেকে ইউরোপ

স্পেনে যাওয়ার পথে নৌকাডুবি; ৪২ জনের মৃত্যু

আফ্রিকার পশ্চিম সাহারা থেকে স্পেনের ক্যানারি দ্বীপে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় মারা গেছে অন্তত ৪২ জন অভিবাসন প্রত্যাশী। মৃতদের মধ্যে ৩০ নারী ও ৮ শিশু রয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্পেনের একটি বেসরকারি দাতব্য সংস্থা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক টুইট বার্তায় অভিবাসীদের পর্যবেক্ষণকারী সংস্থা ক্যামিন্যানদো ফ্রন্টিয়ার্স কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার অন্তত ৫০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে পশ্চিম সাহারা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে নৌকাটি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, যাত্রা শুরুর কিছুক্ষণ পর প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি। পরে মরক্কোর ডাখলা উপকূলের কাছে এটি ডুবে যায়। নৌকাডুবির পর বৃহস্পতিবার ১২টি মৃতদেহ সাগরের পানিতে ভেসে উপকূলে পৌঁছেছে। এছাড়া মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

এদিকে, টুইটারে দেওয়া এক বার্তায় অভিবাসীদের সহায়তায় কাজ করা আরেকটি সংস্থা স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিইএআর) জানায়, এই ধরনের বিপর্যয়ের সঙ্গে আমাদের অবশ্যই অভ্যস্ত হওয়া চলবে না।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন