২০২৬ বিশ্বকাপে মেসিকে খেলতেই হবে!
৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপও খেলবেন কিনা তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। ফুটবলের ক্ষুদে জাদুকরকে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে থাকতেই হবে বলে মন্তব্য করলেন সতীর্থ ডি মারিয়া।
সাবেক পিএসজি ফরোয়ার্ডের আবদার, ‘মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। ইতিহাসের সেরা খেলোয়াড় সে।’
মেসিকে পরের বিশ্বকাপে থাকতে বললেও নিজে পরের বিশ্বকাপে খেলতে পারবেন না বলে জানিয়েছেন ডি মারিয়া। ২০২৪ সালের কোপায় অংশগ্রহনে আভাস দিয়েছেন তিনি, ‘আমি পরের বিশ্বকাপের খেলার স্বপ্ন দেখি না। তবে কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি জরুরি হবে।’
তবে পরের বিশ্বকাপে খেলা কিংবা না খেলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি মেসি। কাতার বিশ্বকাপ নেওয়ার পর জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চান এলএমটেন।