আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলি আগ্রাসনে চুপ থাকতে পারি না: হিজবুল্লাহ

ইসরায়েলের আগ্রাসনের মুখে হিযবুল্লাহ চুপ করে বসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম। গতকাল শুক্রবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।

ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, গতকাল শুক্রবার অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যে রকেট হামলা চালিয়েছে তাকে উপযুক্ত জবাব বলে জানান হিজবুল্লাহর উপ মহাসচিব। তিনি বলেন, দখলদার ইসরায়েলকে অবশ্যই বুঝতে হবে লেবানন তাদের বসতি স্থাপনের বা পরীক্ষা-নিরীক্ষা চালানোর উন্মুক্ত কোনো ক্ষেত্র নয়। তারা যে ধরনের পরিকল্পনা পোষণ করে তা বাস্তবায়নের কোনো জায়গাও নয়।

শেখ নাঈম কাসেম আরো বলেন, লেবাননের ওপর যেকোনো হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হিজবুল্লাহ। এই কারণেই আগ্রাসী শত্রুদের রকেট দিয়ে জবাব দিয়েছে।

তিনি আরো বলেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর জবাব দেখেছে বিশ্ব। আমরা কখনো এ ধরনের আগ্রাসনের মুখে চুপ করে থাকব না।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন