নিউক্যাসল থামল, লিভারপুল ফিরল
টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর ইপিএলে হারের স্বাদ পেল নিউক্যাসল ইউনাইটেড। ২২ মিনিটের মাথায় গোলরক্ষক নিক পোপ ফাউল করে রেড কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়ে নিউক্যাসল। তাঁর আগেই রেডদের হয়ে নুনেজ ও গেপকো করেছিলেন দুই গোল। শেষপর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে ডুবতে থাকা লিভারপুল আবারও জয়ের ধারায় ফিরল।
চলতি আসরে কেবল দুই ম্যাচ হারল নিউক্যাসল। প্রথমবারও তাদের পরাজয় বরণ করতে হয়েছে অলরেডদের বিপক্ষেই।
খেলা শুরু মাত্র ১০ মিনিটে ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় লিভারপুল। ঠিক তার সাত মিনিট পর ব্যবধান দিগুণ করেন কোডি গাকপো। ২২ মিনিটে গোলর দেখা পেতেন মোহাম্মদ সালাহও। নিউক্যাসল রক্ষণ ভেদ করে এগিয়ে যাওয়া সালাহকে আটকাতে ডি বক্সের বাইরে চলে আসেন গোলরক্ষক নিক পোপ। ঝাঁপিয়ে বল ধরতে গিয়ে করেন ফাউল। তাই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পোপকে।
এই জয়ে পয়েন্ট টেবিলে আরও এক ধাপ এগিয়ে আসলো অ্যানফিল্ডের দল
২২ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে অষ্টম স্থানে। চার নম্বরে থাকা নিউক্যাসলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ২৩ ম্যাচ খেলে নিউক্যাসলের পয়েন্ট ৪১।