বিয়ে বাড়ির ছাদ থেকে রুপির বৃষ্টি
ভাতিজার বিয়ে বলে কথা। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান তো করলেনই, সেই অনুষ্ঠানকে আরো জাঁকজমক করতে ছাদ থেকে লাখ লাখ রুপি ওড়ালেন এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সেই টাকা কুড়ানোর জন্য নিচে হুড়োহুড়ি পরিস্থিতিও তৈরি হয়ে যায়।
ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলায়। রুপি ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটে শেয়ার করেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার থেকে এ তথ্য জানা যায়।
Gujarat के मेहसाणा जिले में पूर्व सरपंच के भतीजे की शादी में लाखों रुपए हवा में उड़ा दिए गए।
- 100 और 500 के उड़ाए गए नोट। - वीडियो सोशल मीडिया पर तेजी से Viral हो रहा है। pic.twitter.com/JG6CKFJ38C
— Shubhankar Mishra (@shubhankrmishra) February 18, 2023
ভারতীয় গণমাধ্যম বলছে, মেহসানা জেলার আগোল গ্রামের প্রাক্তন প্রধান করিম যাদব। গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাতিজা রজ্জাকের বিয়ে ছিল। মহাসমারোহে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন করিম। তারপর তিনি এবং পরিবারের কয়েক জন বাড়ির ছাদে উঠে যান। সেখান থেকে ১০০ এবং ৫০০ রুটির নোট ওড়াতে শুরু করেন।
ভিডিওতে দেখা যায়, ছাদ থেকে যখন টাকা পড়ছিল, নিচে কয়েকশো লোক সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি করছিলেন। একটা সময় পদপিষ্টের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল বলে কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি।