আর্কাইভ থেকে ক্রিকেট

টেন্ডুলকারের যে রেকর্ড ভেঙে দিলেন কোহলি

ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি করেই চলেছেন একের পর এক রেকর্ড। এবার ভাঙ্গলেন গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ড। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজের ঘরের মাঠে খেলতে নেমে শচীনকে কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান পূর্ণ করেছেন ভিরাট। শুধু তাই নয়, ক্রিকেট ইতিহাসে এই রানের মাইলফলক স্পর্শ করায় ষষ্ঠ ব্যক্তি হলেন ভিরাট।

বোর্ডার-গাভাস্কার ট্রফির ২য় টেস্টে জয়ের লক্ষ্যে দরকার ছিল ১১৫ রান। সেই রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে আউট হয়ে যান কে এল রাহুল। লাঞ্চের পর পূজারার সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের আউটের পর ক্রিজে আসেন কোহলি। ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করা থেকে মাত্র ৭ রান দূরে ছিলেন তিনি। নাথান লায়নের বলে বাউন্ডারি মেরে এই অনন্য নজির গড়েন কোহলি।

৫৪৯ তম ইনিংসে ৩১৩১৩ বল খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে কোহলি ২৫ হাজার রান করার নজির গড়লেন। কোহলির আগে শচীন টেন্ডুলকারের ছিল এই রেকর্ড ছিল। ভারতের জার্সিতে ২৫ হাজারি হতে লিটল মাস্টার খেলেছিলেন ৫৭৭ ইনিংস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন